নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিজয় ফুল’ উৎসব প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গর্জনিয়ার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মঙ্গলবার (২৯ অক্টোবর) পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়।
বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, বিজয় ফুল তৈরি ও স্বরচিত কবিতা বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সর্বোচ্চ চার ক্যাটাগরিতেই পুরস্কার লাভ করে প্রথম স্থান অধিকার করেন পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেন মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আলোচিত সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন- জাতীয় ফুল শাপলা হচ্ছে ‘বিজয় ফুল’ এই ফুলে রয়েছে ৬টি পাপড়ি, একটি কলি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানী এবং সাধারণ মানুষকে স্মরণ করছে নতুন আঙ্গিকে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি ‘বিজয় ফুল’ তৈরি করা হচ্ছে। সেই ফুল শিক্ষার্থীরা ধারণ করছে। ফুলের পাপড়ি ছয়টি বঙ্গবন্ধুর ছয়দফাকে স্মরণ করাচ্ছে। আর মাঝখানের কলিটি ৭ মার্চের প্রতীক- উন্নত মম শির।
বিজয় ফুল উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উল্লাহ, ক্যাজরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, পূর্বজুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম প্রমূখ।