হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজারে আবুল মনছুরের মালিকানাধিন দোকানে অবৈধভাবে খাদ্যদ্রব্যের সঙ্গে ইউরিয়া সার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। তাকে সংশ্লিষ্টরা এ ব্যাপারে বার বার তাগাদা দিলেও কোন কর্ণপাত করেনি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার নির্দেশে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে আবুল মনছুরের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী। এসময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ দেবব্রত রায় প্রমূখ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে তার দোকানে ১৯ বস্তা ইউরিয়া সার পাওয়া গেলে তা জব্দ করা হয়। ভবিষ্যতের জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও প্রণয় চাকমা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী মুঠোফোনে বলেন- জব্দকৃত ১৯ বস্তা সার নিলামে বিক্রি করে, সেই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।