প্রেস বিজ্ঞপ্তি:
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবু মোরশেদ চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশ সুপার বারাবরে ১৬-০৭-২০১৬ ইং তারিখে সকাল ১১.৩০মিনিটের সময় পুলিশ সুপারের অনুপস্থিতিতে কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে সভাপতি ও সিনিয়ির সহ-সভাপতির পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, আবু মোরশেদ চৌধুরী এবং ইঞ্জিনিয়ার কানন পাল দীর্ঘদিন যাবত জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাথে সংশ্লিষ্ট থেকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে আসছিলেন। দুজনই একাধিক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ছিলেন।
আবু মোরশেদ চৌধুরী এবং ইঞ্জিনিয়ার কানন পাল প্রাত্তন জেলা পুলিশ সুপার বনজ কুমার মজুমদারের বিশেষ অনুরোধে কমিউনিটি পুলিশিং ফোরামে যোগদান করেন।
আবু মোরশেদ চৌধুরীর বিশেষ আন্তরিকতায় প্রচলিত কমিউনিটি পুলিশিং ফোরামের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসন এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সার্বিক সহযোগিতায় জেলায় প্রথম স্কুল পর্যায়ে মাদক বিরোধী প্রচারণা ও মাদক বিরোধী স্টুডেন্ট ব্রিগেড সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন। তাছাড়াও তিনি জেলা কমিউনিটি পুলিশিং ফোরামকে বিভিন্ন সময়ে আর্থিক এবং উপকরণ সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আবু মোরশেদ চৌধুরী এবং ইঞ্জিনিয়ার কানন পাল পদত্যাগপত্রে যে কোন প্রয়োজনে আগামীতে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাবেন বলে উল্লেখ করেন।