এম.এ আজিজ রাসেল:
সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন ফকির গ্রুপের নির্মিত ভবনের সামনের বীচ থেকে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে আনুমানিক ১৬ বছর বয়সী যুবতীর লাশটি ভেসে আসে। মেয়েটির পরনে টিয়া রঙের প্যান্ট ও গায়ে খয়েরী রঙের প্রিন্টেড কাপড়ের বোরকা ছিল।
লাইফগার্ড কর্মী সালাহউদ্দিন আমাদের রামু ডটকমকে জানান, সকালে আমরা তখন সুগন্ধা পয়েন্টে ডিউটিরত অবস্থায় ছিলাম। লাশ দেখে পথচারীরা আমাদের বলে। এরপর পুলিশকে খবর দিই। সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মু. রাইহান কাজেমী আমাদের রামু ডটকমকে জানান, সকালের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসতে পারে। কি কারণে বা কিভাবে মেয়েটির মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছেনা। উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।