এম.এ আজিজ রাসেল:
সদর উপজেলার লিংকরোড থেকে ৩৯৭০ পিচ ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করেছে র্যাব। আজ দুপুর সাড়ে ১২ টায় সত্য বাবুর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ইয়াবা লেনদেনের তথ্য পেয়ে র্যাব-৭ এর এএসপি মোঃ শরাফত ইসলাম ও এএসপি সৈয়দ মহসিনুলহকের নেতৃত্বে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার কুতুপালং কচুবনিয়া এলাকার শরিফ হোসেনের পুত্র সৈয়দ আলম (২৪) কে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে ওইসব ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক আসামীকে জব্দকৃত মালামালসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানা গেছে।