সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের হামলায় যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার রমিজ আহমদের ছেলে।
আজ শনিবার (১৬ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের সময় স্থানীয় মঞ্জুর আলমের পানের বরজের দক্ষিণ পাশের স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে শনিবার সকালে রামু থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লোট্রি খামারের কর্মচারি শফিউল আলমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ জানিয়েছেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এমনকি নিহত শফিউল আলমের বাবাও এ নিয়ে তেমন কিছু জানাতে পারছেন না।
রামু থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান আমাদের রামু ডটকমকে জানান, শুক্রবার দিবাগত রাতে শফিউল আলমকে খুন করা হয়। শফিউল আলমের ডান কাঁধে ও ঘাঁড়ে দা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।