অনুপম বড়ুয়া টিপু, ফ্রান্স থেকে:
শিল্প সংস্কৃতি, সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদূরে স্টা, সেন্ট ডেনিশস্থ স্থায়ী বৌদ্ধ বিহারে গত ১৫ জুলাই শুক্রবার সকাল ৯ টায় ভারত উপমহাদেশের নন্দিত সংঘমনীষা, আলোকিত পূন্যপুরুষ, মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ, বিচিত্র ধর্ম কথিক, শাসন স্তম্ভ , বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির এর ফ্রান্সে শুভাগমনে ফ্রান্সের বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার ভাবনা কেন্দ্রে অষ্ট উপকরণ সহ সংঘদান এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
ফ্রান্সের বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পন্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরোর পরিচালনায় অন্যান্যদের মধ্যে শ্রীলঙ্কান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত, কে আনন্দ নায়ক থের, বার্মা ভিক্ষু উ কুমারা থের, কম্বোডীয় ফাউন্ডেশান বুদ্ধিস্ট খেমের- ভদন্ত থিতা ধাম্মা, ভদন্ত ভিক্ষু জ্যেতিসার, ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু, উপাসিকা সুন বুঝালি প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে বিশেষ পুণ্যদান করা হয়। উক্ত মহতি পুন্যানুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বৌদ্ধদের প্রতিকুল অবস্থার বিপরীতে সরব উপস্থিতি থাকলেও তাদের মধ্য ছিল এক অজানা চাপা আতংক। তবুও সাপ্তাহিক ছুটি না থাকলেও আগামী একটি সুন্দর দিন এবং একজন পুণ্যপুরুষকে সংবর্ধনা দিতে অনেকে হাজির হন ধর্মীয় চেতনায়।