চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় হাসান মাহমুদ রাকিব (১৪) নামে এক স্কুল ছাত্র প্রাইভেট পড়তে গিয়ে এখনো ফিরেনি। গত ৩ দিন ধরে নিখোঁজ রাকিব চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকার আবু হানিফ মো: নোমানের ছেলে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের ১০ম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে নিখোঁজ রাকিবের পিতা বাদী হয়ে গত ১৫ জুলাই’১৬ইং চকরিয়া থানায় সাধারণ ডায়েরী (নং ৬২১) করেছেন। ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার ৮নং ওয়ার্ডের নামার চিরিংগাস্থ নানার বাড়ি হতে হাসান মাহমুদ রাকিব নিয়মিত স্কুলে যাওয়া আসা করতো। প্রতিদিনের ন্যায় গত ১৫ জুলাই সকাল সাড়ে ৭টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে নানার বাড়ি হতে স্কুলে (কোরক বিদ্যাপীঠে) যায়। কিন্তু প্রাইভেট শেষে অন্যান্য দিন সকাল ১০টায় বাড়ি ফিরলেও ওই দিন আর বাড়ি ফিরেনি রাকিব। এমনকি নিখোঁজের পর থেকে তার (স্কুল ছাত্র রাকিব) ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
পিতা আবু হানিফ মোঃ নোমান জানিয়েছেন, তার পরনে জিন্স ব্লু প্যান্ট, হলুদ রংয়ের গেঞ্জি ছিল। তার গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার। চুল সিলকি ছোট। উচ্চতা অনুমানিক ৫ফুট ৬ইঞ্চি। সন্তানের খোঁজ না মেলায় তার পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ-উৎকন্ঠা। রাকিবের খোঁজ পেলে ০১৮৫১০৩৮৬৪৫ নাম্বারে যোগাযোগ করলে উপযুক্ত পুরস্কৃত করবেন বলে জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে।