আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের উত্তরপ্রদেশেও শীত আসতে আর বেশি দেরি নেই। এখনই সন্ধ্যা নামলেই হালকা শীত অনুভূত হচ্ছে। আর এমন শীতে গরুদের জন্য বিশেষ পাটের কোট তৈরির সিদ্ধান্ত নিয়েছে অযোধ্যা পৌরসভা। খবর ইন্ডিয়া টুডের
অযোধ্যার পৌর কমিশনের নিরাজ শুক্লা বলেন, আমরা গরুদের জন্য বিশেষ কোট তৈরি করছি। মোট তিন-চার দফায় সম্পূর্ণ কাজ হবে। প্রথমে বৈশিংপুরের গোশালায় যাওয়া হবে। সেখানে ৭০০ ষাঁড়সহ মোট ১২০০ গবাদি পশু থাকে। আমরা প্রথম দফায় ১০০ কোট অর্ডার করেছি।
নভেম্বরের শেষ সপ্তাহেই কোটগুলি গোশালায় পৌঁছে যাবে বলে জানিয়ে শুক্লা বলেন, এক-একটি কোটের মূল্য ২৫০ থেকে ৩০০ টাকা পড়বে। বাছুরদের কোট আবার বিশেষভাবে তৈরি করা হবে। কোটে থাকবে তিনটি স্তর। নরম কাপড় ব্যবহার করা হবে, যাতে গরম হয়।
তিনি জানান, গাভী ও ষাঁড়দের পোশাকের ডিজাইনও হবে আলাদা। ষাঁড়রা গায়ে চাপাবে পাটের তৈরি কোট। আর গাভীর কোটটি হবে দুই স্তর বিশিষ্ট।
এখানেই শেষ নয়। শীতের হাত থেকে গরুদের রক্ষা করতে গোশালায় বনফায়ারের ব্যবস্থাও থাকবে। অর্থাৎ গোশালার এককোণে রাতে আগুন জ্বালিয়ে রাখা হবে, যাতে ঠান্ডা কম লাগে। এছাড়াও মেঝেতে খড় বিছিয়ে রাখা হবে। ঠান্ডায় মাটিতে বসতে যাতে গরুদের সমস্যা না হয়।
অযোধ্যার মেয়র ঋষিকেষ উপাধ্যায় জানান, গরুদের সবরকম পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। গোশালাগুলির পরিকাঠামোর উন্নতির চিন্তা-ভাবনাও করছেন তারা।
সূত্রঃ সমকাল