অনলাইন ডেস্কঃ
বান্দরবান জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘দেশনেত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি করেছিলেন এই এলাকার শান্তি প্রতিষ্ঠা ও প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কেউ অবৈধ অস্ত্র হাতে নিয়ে মানুষের জীবনকে দুর্বিসহ করার চেষ্টা করবেন না, এতে কারো কল্যাণ হবে না। চুক্তির অনেক শর্ত বাস্তবায়ন হয়েছে। বাকি শর্তগুলো বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে।’
সোমবার দীর্ঘ ছয় বছর পর জেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ।
এ সময় বিএনপি’র উদ্দেশে মাহবুবউল আলম হানিফ বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন সেই দলের (বিএনপি) মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হয়নি। অবৈধপন্থায় ক্ষমতায় এসে কখনো জনগণের কল্যাণ করা যায় না- এটা বারবারই প্রমাণিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম পর্ব শেষে আগত অতিথিসহ কাউন্সিলর ও ডেলিগেটদের নিয়ে অরুণ সারকি টাউন হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে মাহাবুবউল আলম হানিফ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে জেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান পৌর মেয়র ইসলাম বেবীর নাম ঘোষণা করেন।
জেলা ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ঘিরে সভাপতি পদে একক প্রার্থী ছিলেন ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক পদে ইসলাম বেবীসহ ছয়জন প্রার্থী দলীয় ফরম জমা দেন। সম্মেলনে সাত উপজেলা ও ৩৩টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে রাজার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সূত্র্রঃ সমকাল