নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
রামু তুলাবাগান হাওয়া ক্রসিং থানার ওসি আবু আবদুল্লাহ জানান, বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার মুক্তারকুল এলাকার আবুল বশর (৭০) ও খরুলিয়া উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ (১৬)।
ওসি আবদুল্লাহ স্থানীয়দের বরাতে বলেন, “বরযাত্রীরা রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। এ সময় রামুগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে বরযাত্রীদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।”
স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি আবদুল্লাহ।