প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, ইউনিসেফের সহযোগীতায় ২৭,২৮ নভেম্বর বুধ ও বৃহষ্পতিবার এমপিডিএসআর বিষয়ক ২দিনব্যাপী রিফ্রেসার মিটিং অনুষ্ঠিত হয় ।
এতে রিসোর্স পার্সন ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মিছবাহ উদদীন আহমদ, কক্সবাজার সি.এস কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম জামশেদুল হক,জেলা ইপি আই সুপারভাইজার সাইফুল হক, কম্পিউটার তথ্যচিত্র সহযোগীতায় শৈবাল সেনও দীপংকর বড়ুয়া ধীমান।
সমাপনী বক্তব্যে রামু উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মিছবাহ উদদীন আহমদ বলেন ‘মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর ব্যাপারে গর্ভবতী মাদের উদ্বুদ্ধ করতে হবে।
কোন এলাকায় গর্ভবতী মায়ের মৃত্যু, মৃতশিশু প্রসব (মৃতজন্ম) কিংবা নবজাতকের মৃত্যু হলে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর কারণ খুঁজে বের করে উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সাথে সাথে ওই এলাকায় সামাজিক সচেতনতা বাড়াতে স্বাস্থ্যশিক্ষাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ এজন্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান তিনি।
উক্ত কর্মশালায় রামু হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, স্যানিটরী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সহঃ স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীগণ উপস্থিত ছিলেন।