পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিলি করেছে জাতিসংঘ শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ)। ১৮জুলাই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলা পরিষদে দাতা সংস্থা ইউনিসেফ ৫শত দুর্গত উপকারভোগির মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করে।
ঘুর্নিঝড় রোয়ানুর আঘাতে ব্যাপক ভাবে পেকুয়ায় নিন্মাঞ্চল জ্বলোচ্ছাসে প্লাবিত হয় উপকূলীয় তিন ইউনিয়ন মগনামা, রাজাখালী ও উজানটিয়া। এতে দেখা দেয় বন্যার। বিশুদ্ধ পানি ও পয়নিস্কাশনের জন্য দুর্গত এলাকায় জাতিসংঘের সহযোগি সংস্থা (ইউনিসেফ) পেকুয়া উপজেলায় এসব সামগ্রীর মধ্যে স্যানিটেশন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খান আমাদের রামু ডটকমকে জানান, মগনামা ইউনিয়নে দু’শ, উজানটিয়া ইউনিয়নে এক’শ ও রাজাখালী ইউনিয়নে দু’শত দুর্গত পরিবারের মাঝে ইউনিসফের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ইউনিসেফ কক্সবাজারের ইনর্চাজ আছমা খাতুন, সহকারি প্রধান রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি কামাল হোসেন, ম্যাকানিক ছাদেক ছিদ্দিক, শওকত ইসলাম, শাহেদুল ইসলাম, মো.ফোরকান, আব্দুল্লাহ আল মামুন, অফিস সহকারী আবু ছৈয়দসহ প্রমুখ।