হাফিজুল ইসলাম চৌধুরী :
ব্লাড ক্যান্সার আক্রান্ত কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র আনিস আরমান মেহেদীর পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
কক্সবাজারের মান্যবর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রামু থানার ওসি মো. আবুল খায়ের ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আনিছুর রহমানের আন্তরিকতায় পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে মেহেদীর পরিবার পেয়েছেন অর্ধলাখ টাকা।
সর্বশেষ গত শুক্রবার পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান গর্জনিয়ার পশ্চিমবোমাংখিল গ্রামের দরিদ্র পরিবারর সন্তান মেহেদীর ছোট্ট কুটিরে গিয়ে আর্থিক সহযোগিতা তাঁর মায়ের হাতে তোলে দেন।
এসময় পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান জানান- কক্সবাজারের এসপি স্যার খুবই মানবিক। তিনি সার্বক্ষণিকভাবে মেহেদীর খোঁজখবর রাখতে বলেছেন। পুলিশের পক্ষ থেকে এই আর্থিক সহযোগীতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ব্লাড ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্র আনিস আরমান মেহেদীকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভারত নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসায় অন্তত দশ লাখ টাকা প্রয়োজন। দরিদ্র পিতার পক্ষে এ টাকা জোগাড় করা অসম্ভব। চিকিৎসার খরচ জোগাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন মেহেদীর পরিবার। সাহায্য পাঠাতে অনুরোধ : সঞ্চয়ী হিসাব নম্বর-১০৮৩৪২২০২৭০৪২ ব্যাংক এশিয়া (গর্জনিয়া বাজার আউটলেট শাখা), রামু, কক্সবাজার।