সংবাদ বিজ্ঞপ্তি
রামুতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা’ ২০১৯। শুক্রবার (১৩ ডিসেম্বর) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম’৯৫ শিক্ষা ট্রাষ্ট ৬ষ্ঠ বারের মতো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তির আয়োজন করে। আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা আড়াইটায় রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ,ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হবে।
এবারের বৃত্তি পরীক্ষায় মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের রুমাইছা নূর বিনতে শরাফাত (প্রথম), বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের আলিফা আবিবা মুমু (দ্বিতীয়) এবং একই স্কুলের মিনহাজুল আরাফাত (তৃতীয়) ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।