সোয়েব সাঈদ, রামুঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং বলেছেন, একুশে পদকে ভূষিত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ছিলেন শান্তি প্রতিষ্ঠায় অগ্রদূত। তিনি কেবল দেশের নয়, আর্ন্তজাতিকভাবেও স্বৃীকৃত ও সুপরিচিত বৌদ্ধ ধর্মীয় গুরু। তাঁর প্রয়াণ দেশের জন্য বিশাল শূণ্যতা তৈরী করেছে। পন্ডিত সত্যপ্রিয় মহাথের আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। বুদ্ধের অহিংস নীতি ও শান্তির অমিয় বাণী ছড়িয়ে দিয়ে তিনি সমাজকে আলোকিত করেছিলেন। মানুষকে এগিয়ে নিয়েছেন কল্যাণের পথে। তিনি কখনো কারো কাছে কিছু চাইতেন না। কেবলই দিয়ে যেতেন। তিনি ছিলেন, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত।
মন্ত্রী বীর বাহাদুর আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের প্রয়াত অধ্যক্ষ, একুশে পদকে ভুষিত পন্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পন্ডিত সত্যপ্রিয় মহাথের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ছিলেন পরম শ্রদ্ধেয়জন। দেশ ও মানুষের পরম মমতাময় এ ধর্মীয় গুরুকে যথাযথ মর্যাদায় অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠান আয়োজনে সরকারিভাবে সার্বিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি জনপ্রতিনিধি, বৌদ্ধ সম্প্রদায় সহ সকল ধর্ম, রাজনৈতিক দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ, কক্সবাজার-৩ সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, আর্ন্তজাতিক অপরাধ দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর আবদুল হান্নান, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফি উলাহ, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক হামিদুল হক, কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা, কক্সবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ডা. দুলাল চন্দ্র পাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়ূয়া ও দীপংকর বড়ুয়া পিন্টু, উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তছলিম ইকবাল চৌধুরী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বাবুল বড়ুয়া প্রমূখ।
পন্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রত্ন থের’র সভাপতিত্বে ও পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়কারী তরুন বড়ুয়া। সভায় পন্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সফলভাবে আয়োজনে গুরুত্বপুর্ণ মতামত ব্যক্ত করেন, জেলা- উপজেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ (৩ দিন ব্যাপী) ব্যাপক আনুষ্ঠানিকতায় একুশে পদকে ভুষিত পন্ডিত সত্যপ্রিয় মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করা হবে।