সোয়েব সাঈদ, রামুঃ
রামুতে ৭দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার ষষ্ঠ দিনে (রবিবার) বিজয় মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও স্বাধীনতা বিরোধী চক্র দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালন করতে হলে রাজাকার-আলবদর ও তাদের বংশধরদের সর্বত্র রুখে দিতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা লালন করেই দেশের কাংখিত অগ্রগতি সম্বব। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মাও শান্তি পাবে। ডিজিটাল বাংলাদেশের সফল রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশে^র দরবারে মাথা উচুঁ করে দাঁড় করিয়েছে। বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল। এদেশের গ্রাম এখন শহরে রুপ নিচ্ছে। উন্নয়নের মাধ্যমে দরিদ্র মানুষ পাচ্ছে উন্নত জীবন-যাপনের স্বাদ। সরকার বিদ্যুৎহীন এলাকায় বিদ্যুৎ দিয়েছে। বয়স্ক ভাড়া, শিক্ষার্থীদের উপ-বৃত্তি, প্রতিবন্দী ভাতা, গর্ভকালীন ভাতা সহ জনগনকে সব ধরনের সহায়তা দিয়ে আওয়ামীলীগ সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানীর সভাপতিত্বে ও রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির যুগ্ন-মহাসচিব সাংবাদিক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, খুনিয়াপালং ইউনিয়নের ২ বার নির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল, সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার এর বিশেষ প্রতিবেদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দীপক শর্মা দীপু, দৈনিক দৈনন্দিন এর বার্তা সম্পাদক শফিউল আলম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামুতে বিজয় মঞ্চে রামুর প্রতিনিধিত্বশীল নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর এর উদ্যোগে আবদুল্লাহ আল মামুন রচিত নাটক “সুবচন নির্বাসনে” মঞ্চস্থ হয়। এছাড়া ইন্সটিটিউন অব মিউজিক রামু, রামু ল্যাবরেটরী স্কুলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
“মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালির হাজার বছরের পরাধীনতার প্রতিশোধ’ এ প্রতিপাদ্যে আয়োজিত বিজয় মেলা সমাপ্ত হবে সোমবার (২৩ ডিসেম্বর)।