সোয়েব সাঈদ, রামু
রামুর ফতেখাঁরকুল মন্ডলপাড়া জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন এর উদ্যোগে প্রদর্শনী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটায় মাদ্রাসা ময়দান থেকে শুরু হওয়া র্যালী রামু চৌমুহনী স্টেশন, মন্ডলপাড়া, স্বপ্নপুরী রাস্তার মাথা, সিপাহীরপাড়া সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এর সভাপতি হাজ¦ী ছৈয়দ আকবর। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ তৈয়ব, সদস্য জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, দৈনিক আমাদের সময়-দৈনিক পূর্বদেশ-দৈনিক কক্সবাজার প্রতিনিধি সোয়েব সাঈদ, সাবেক ইউপি সদস্য মিজান উদ্দিন, ব্যবসায়ি মামুনুল ইসলাম, তারেক উদ্দিন, খোরশেদ আলম সাগর, লোকমান হাকিম প্রমূখ। এসময় নূরানী কিন্ডারগার্টেন এর শিক্ষক মাওলানা রমজান আলী, নূরুল আলম, মাসউদ হাসান, সাজেদুল করিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং নূরানী কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নূরানী কিন্ডারগার্টেন এদেশে শিশুদের ধর্মীয় মূল্যবোধ, সৃজনশীলতা, নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে। ধর্মীয় ও যুগোপযোগি শিক্ষার প্রসারে নূরানী শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।