সোয়েব সাঈদ, রামুঃ
রামু কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ৪১ জন ট্যালেন্টপুলে, ২৪ জন প্রথম গ্রেডে এবং ১৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের রোল নং যথাক্রমে-১ম শ্রেণির ১৪৯, ১৪৪, ১৩৯, ১৪৮, ১১৫, ১৩৪, ১১৭, ১৩৩, ১৩৮, ১৩৫, ১৪৩, ২য় শ্রেণির ২২১, ২০৪, ২২০, ২৩১, ২৩২, ২০৮, ২০৬, ২০৭, ২১২। ৩য় শ্রেণির ৩১৬, ৩১৭, ৩১৫, ৩২৯, ৩২৮, ৩২২, ৩২৩। ৪র্থ শ্রেণির ৪২০, ৪২১, ৪২৯, ৪৩৫, ৪৩৬, ৪১০, ৪৩৭। ৫ম শ্রেণির ৫২৫, ৫২৪, ৫২৭, ৫২৬, ৫১৩, ৫২৯, ৫০৯।
প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্তদের রোল নং যথাক্রমে-১ম শ্রেণির ১০৭, ১০১, ১২৫, ১৪২, ১৫২, ১৫৫, ১৫৭, ১৬১, ১৭০। ২য় শ্রেণির ২৩৮, ২৪৯, ২৪৭, ২০৩, ২১৪, ২১৬, ২১৭,২১৮, ২৫৩। ৩য় শ্রেণির ৩০২, ৩২৪। ৪র্থ শ্রেণির ৪০২, ৪৪২ । ৫ম শ্রেণির ৫০৮, ৫৩৮।
সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের রোল নং যথাক্রমে-১ম শ্রেণির ১০৬, ১০৮, ১৩১। ২য় শ্রেণির ২৩৯, ২৪৮, ২৫০, ২৪৪, ২৫৬। ৩য় শ্রেণির ৩১১, ৩১২, ৩৩৩, ৩৪২। ৪র্থ শ্রেণির ৪০১, ৪৪৪। ৫ম শ্রেণির ৫০১, ৫৩৬, ৫৩৩, ৫৩৯।
এসময় রামু কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ আয়োজক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মীর কাশেম জানান, গত শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রামু উপজেলার ১২টি কিন্ডারগার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণি পড়ুয়া ২৬০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এদিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন, রামু কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন নেতৃবৃন্দ।