সোয়েব সাঈদঃ
কক্সবাজারের রামুতে দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রামু চৌমুহনীস্থ নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক ইত্তেফাকের রামু সংবাদদাতা, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া।
সাংবাদিক সোয়েব সাঈদের সঞ্চালনায় সভায় দৈনিক হিমছড়ির রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক কক্সবাজার প্রতিনিদিন এর রামু প্রতিনিধি মো. নাছির উদ্দিন, দৈনিক ভোরের ডাক এর রামু প্রতিনিধি আবুল কাশেম সাগর, শিক্ষক হিল্লোল বড়ুয়া বক্তব্য রাখেন। এতে মোনাজাত পরিচালনা করেন, মৌলানা হামিদ উল্লাহ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান, বিশিষ্ট কবি এম সুলতান আহমদ মনিরী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, দৈনিক আজকের দেশ বিদেশ এর রামু প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক জন্মলগ্ন থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য লালন করে দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।