শিক্ষা ডেস্কঃ
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফলে যারা অসন্তুষ্ট তারা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদনের সুযোগ পাচ্ছে। ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে এ আবেদন করতে হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে এ আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। পিন কোড নম্বরটি সংগ্রহ করতে হবে।
আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস মোবাইল নম্বর (যে কোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে। প্রতি বিষয়ের জন্য ১৮০ টাকা চার্জ ধরা হয়েছে।
একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ।
২০১৯ শিক্ষাবর্ষের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ পরীক্ষার্থী। ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ১৭৮ শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ২ লাখ ৯১ হাজার ৮৭৫ পরীক্ষার্থী।
সূত্রঃ জাগোনিউজ