দর্পণ বড়ুয়াঃ
কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মোরাপাড়া নামক জায়গায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কার ও শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষে ০৩ জন নিহত হয়েছেন।
বুধবার ১ জানয়ারী দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ কিবরিয়া, (পিতা গোলাম কিবরিয়া, চন্দ্রিকা, চট্টগ্রাম) জানে আলম, (পিতা নূর আহাম্মেদ, আতুরার ডিপো, চট্টগ্রাম) জামাল উদ্দিন, (পিতা মৃত মকবুল আহম্মেদ, পাহাড়তলি, চট্টগ্রাম) আহত শিশির দেসহ অনেকে বর্তমানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।