গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
টেকনাফের শীর্ষ মানব পাচারকারীর পলাতক আসামী শফিক (২৭) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। ২০ জুলাই গভীর রাতে টেকনাফ থানা পুলিশের এএসআই আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে এই শীর্ষ মানব পাচারকারিকে আটক করে। সে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার মোহাম্মদ হোসেন মাহবুবের ছেলে বলে জানা যায়।
পুলিশ সুত্রে আরো জানা যায়, মানব পাচারকারি শফিকের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর টেকনাফ থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে। এ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ আমাদের রামু ডটকমকে জানান, তার বয়স কম হলেও সে একজন বড় মাপের শীর্ষ মানব পাচারকারীর সদস্য। তাকে রিমান্ডে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিমান্ডে এনে মানব পাচারের আরো অনেক তথ্য বের করা হবে।