নিজস্ব প্রতিবেদক (হাফিজ) :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের ০৭ নং পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ উৎসব-২০২০ উদযাপিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব বলেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। এটি দেশের জন্য অনেক বিরল দৃষ্টান্ত। কিন্তু অনেক শিক্ষার্থী মাদকসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের বন্ধুত্ব হতে হবে বইয়ের সঙ্গে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঘোষণা দিয়েছেন রামুকে শিক্ষার নগরী করবেন। তারই ধারাবাহিকতায় রামুর অত্যন্ত দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা রামুতে স্বপ্নযাত্রা বাস চালু করেছেন। সেই স্বপ্নযাত্রা বাসের যাত্রী হতে পারবে মেধাবীরাই। তাই সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের মেধাবী হতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইউছুফ, সমাজসেবক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, জহির উদ্দিন, ছুরুত আলম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য নাছির উল্লাহ চৌধুরী, জয়নাব বেগম, মর্জিনা শাহীন চৌধুরী মুন্নি প্রমূখ।