প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মহেশখালী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি এক সম্মেলনের মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
নতুন গঠিত এ কমিটিতে নিশান বড়ুযাকে সভাপতি এবং সনজিত বড়ুযাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। নিশান বড়ুয়া বিগত (২০১৮-২০১৯) কমিটিরও সভাপতি ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে আবারো সভাপতির দায়িত্ব পেলেন। নবগঠিত এ কমিটি (২০২০-২০২১) মেয়াদে দুই বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি জাপান বড়ুয়া, সহ-সভাপতি রিপন বড়ুয়া, চোওয়ানথে রাখাইন, মেধানন্দ বড়ুয়া, ডাঃ রাইধন বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রেতু বড়ুয়া, উথেনলাইন রাখাইন, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ছেনজ্য রাখাইন, ধর্মীয় সম্পাদক নিউটন বড়ুয়া, অর্থ সম্পাদক তরুন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশু বড়ুয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক উত্তম বড়ুয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রিটন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক নিপ্পন বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক প্রমথ বড়ুয়া, হিসাব পরীক্ষক সজল বড়ুয়া, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক লেদা বড়ুয়া।
সিনিয়র সদস্যবৃন্দ হলেন:
নিটু বড়ুয়া, রোমেল বড়ুয়া, চাতু বড়ুয়া, রাজেশ বড়ুয়া, কাজল বড়ুয়া, ঐক্য রাখাইন। এছাড়াও ৩০জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করে মোট ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
উপদেষ্ঠা পরিষদ:
উক্ত পরিষদের ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়। উপদেষ্ঠা পরিষদের সদস্যবৃন্দ হলেন: ভদন্ত দয়ানন্দ মহাথের, ভদন্ত সুমনপ্রিয় থের, ভদন্ত সুমনজ্যোতি থের, সাধন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, কমল বড়ুয়া এবং অনিল বড়ুয়া।