সোয়েব সাঈদ, রামুঃ
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে দাবি করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দক্ষিণ মিঠাছড়ি জিনের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক (৪৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার গোলাম হোসেনের ছেলে।
নিহতের ভাই ছৈয়দুল হক জানান, জিনেরঘোনা এলাকায় ক্রয়কৃত জমি দেখাশোনা করে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত ভূমিদস্যু খুইল্যা মিয়া, সুলতান আহমদ, মোস্তফার নেতৃত্বে ১০/১৫ জন অস্ত্রধারি সন্ত্রাসী পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংগঠিত করে। হামলাকারিরা দা-কিরিচ দিয়ে কুপিয়ে মাহমুদুল হকের পুরো শরীর ছিন্ন-বিচ্ছন্ন করে দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানিয়েছেন, হত্যাকান্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
জানা গেছে, নিহত মাহমুদুল হক ২ মেয়ের জনক। ৪ মাস পূর্বে তিনি দেশে আসেন এবং এক সপ্তাহ পর আবারো সৌদি আরব ফেরার কথা ছিলো। বর্বরোচিত এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্দ জনতা অবিলম্বে এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।