হাফিজুল ইসলাম চৌধুরী:
কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় নিজেদের মাঠে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এর আগে বিদ্যালয়ের স্কাউট দলের কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে প্যারেড পরিদর্শন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আনিছুর রহমান, পালর্স বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফখর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুফ, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক কিশোর কুমার ধর, গর্জনিয়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আরিফুল ইসলাম পান্নু, ফোরকান আহমদ, শিক্ষক আবুল কাশেম, মিল্টন দত্ত, আসহাব উদ্দিন, সুকুমার বড়ুয়া, হেড মাওলানা আবু মুছা কুতুবি, আহমদ শাহ বাবুল, সীমলা প্রভা দে, জান্নাতুল ফেরদৌস, রাশেদ, আব্দুর রহিম, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবছার কামাল প্রমূখ। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন- খেলাধুলা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় অংশ নিতে হবে। বর্তমান সরকার খেলাধুলাকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও প্রকল্প গ্রহণ করে যাচ্ছে।