দৈনিকশিক্ষা:
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নামে কেউ ঘুষ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বলেন, যদি কেউ ঘুষ দেয় তবে তিনি তার টাকা জলে ফেলা ছাড়া আর কিছুই করবেন না।
বৃহস্পতিবার সকালে (২১ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যে সকল স্কুল ও কলেজকে জাতীয়করণের জন্য যে তালিকা করা হয়েছে তার সবই যে জাতীয়করণ হবে তেমন কোন কথা নেই। এর মধ্যে কোন প্রতিষ্ঠানের বিরদ্ধে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায় এবং তা যদি প্রমাণিত হয় তবে সে প্রতিষ্ঠানকে এ তালিকা থেকে বাদ দেয়া হবে। প্রধানমন্ত্রী নিজে এ প্রক্রিয়াটি পুরোপুরি তদারকি করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমরা শুধু তালিকা তৈরি করে তার কাছে জমা দেব। এর মধ্যে কোন প্রতিষ্ঠান থাকবে আর কোনটি থাকবে না তার পুরো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন। কাজেই এ কাজের জন্য যদি কেউ সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ঘুষ লেনদেন করে থাকেন তবে তার সেই টাকা পুরোটাই বিফলে যাবে। তাই তিনি এই ক্ষেত্রে কারো কাছে টাকা না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
একই সাথে তিনি আরো বলেন, যদি কেউ জাতীয়করণ করিয়ে দেবার নামে কাউকে ঘুষ দিতে প্ররোচিত করে তবে তার নাম আমাদের কাছে জানাবেন। আমরা ওই ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।
জাতীয় বিশ্ববিদ্যায়ের উপাচার্য হারুন-অর-রশিদের সভপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী, ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন কলেজ পর্যায়ের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী।