প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা লেয়ার খামার মালিক সমিতির কমিটি গঠিত হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহবায়ক শফিকুর রহমান (এসআর পোল্ট্রি, জোয়ারিয়ানালা), সদস্য খায়রুল বশর (সোহান পোল্ট্রি, ঈদগাহ), রফিকুল আলম (ইসপার পোল্ট্রি, খুরুশকুল), নুরুল আবছার (জাহান পোল্ট্রি, বাইপাস, রামু), বখতার আহমদ (দুদু মিয়া পোল্ট্রি, জোয়ারিয়ানালা), মো. ফজল আহমদ কালু (বাংলাবাজার), জামাল হোছাইন (হোছাইন এগ্রোভেট, লিংকরোড)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রামু চৌমুহনীস্থ সিকদার প্লাজার ৫ম তলায় আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ি শফিকুর রহমান। সভায় শতাধিক লেয়ার খামার মালিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কক্সবাজার জেলায় লেয়ার খামারীগণ দীর্ঘদিন ডিমের ন্যায্য মূল্য না পেয়ে প্রান্তিক খামারীরা ব্যবসায় চরম আর্থিক লোকসানের শিকার হয়ে আসছিলো। তাই লেয়ার খামারের বিরাজমান সমস্যা দূর করে, লেয়ার খামার ব্যবসাকে যুগোপযোগি ও লাভজনক করার লক্ষ্যে এ সংগঠন আত্মপ্রকাশ করেছে। এখন থেকে এ সমিতির কার্যকরী পরিষদ কক্সবাজার জেলায় বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিদিন জেলায় ডিমের বাজার দর নির্ধারণ করবেন।