নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আমদ সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি কেন্দ্র ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসার দাখিল কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বদিউল আলম। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুই পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানি বড়ুয়া, রামু সরকারি কলেজের সহযোগি অধ্যাপক জাফর আলম, বাংলা বিভাগের প্রভাষক মো. হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন প্রমূখ উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন- পরীক্ষার প্রথম দিন থেকেই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশের পাশাপাশি নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।