অনলাইন ডেস্কঃ
২০১৯ সালের পুলিশের বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদরদফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) তামান্না ইয়াসমিন স্বাক্ষরিত ফলাফলটি প্রকাশিত হয়।
ফলাফলে পুলিশের লিখিত, অ্যাপটিটিউট ও মৌখিক পরীক্ষা শেষে ১৪০২ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর রাজশাহীর সারদায় এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।
সূত্রঃ জাগোনিউজ