প্রেস বিজ্ঞপ্তি :
রামু ক্রোকারীজ ব্যাবসায়ী মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও বনভোজন মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রামুর সকল ক্রোকারীজ দোকান বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল ৮ টায় রামু চৌমুহনী থেকে ব্যবসায়ীরা হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেক ভ্রমনে যাবেন। ক্রোকারীজ ব্যাবসায়ী মালিক সমিতি, রামুর সভাপতি এ. কে. খাঁন জানান, নবগঠিত সমিতির মালিকদের মিলনমেলা ও বনভোজনে প্রত্যেক দোকানের কর্মচারীরাও অংশ নেবেন, ফলে ওই দিন দোকান বন্ধ থাকবে। তিনি দোকান বন্ধ ধাকার কারনে ক্রেতাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ক্রোকারীজ ব্যাবসায়ী মালিক সমিতি, রামুর সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বাদল আমন্ত্রিত অতিথি, সমিতির সকল সদস্য ও দোকান কর্মচারীদের সকাল ৮ টার মধ্যে রামু চৌমুহনীতে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়ে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।