হাফিজুল ইসলাম চৌধুরী:
জেলার একমাত্র গুরুত্বপূর্ণ বাঁকখালী নদী ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ার সীমানা বিভক্ত করে প্রবাহমান গতিপথ পরিবর্তন করে গ্রামের মাঝে ঢুকে পড়েছে ‘বাকঁখালী নদী’। গেল বছরের ভয়াবহ বন্যায় সম্রাট শাহ সূজা সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হওয়ায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বপ্নের গর্জনিয়া সেতুটি এখন পরিণত হয়েছে সড়কে।
বর্তমানে অল্প বৃষ্টিতেই নদীতে পানি বেড়ে পায়। সেই সাথে বাড়ছে ভাঙন। মুঘল সম্রাট শাহজাহানের ছেলে বাংলার সুবেদার শাহ সূজার স্মৃতি বিজড়িত এ সড়কটি রক্ষায় এখনো পর্যন্ত কোন ধরণের উদ্যোগ গ্রহণ করেনি কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড।
গত কয়েকদিনের ভাঙনে ঐহিত্যবাহী এ প্রধান সড়কের আরও একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এতে লাখো মানুষের চলাচল বাঁধাগ্রস্থ হচ্ছে। পাশাপাশি ফসলী জমি হারিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে হাজার হাজার মানুষ।