আল মাহমুদ ভূট্টো,রামুঃ
রামুতে তিন দিনব্যাপী উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রামু ইনস্টিটিউট অব মিউজিক সেন্টারে ইফসা-সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের জনগনের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় হেলপ কক্সবাজার এ কর্মশালার আয়োজন করে।
বুধবার (৪ মার্চ) থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, রশিদ নগর ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫টি যুব ক্লাবের ২০ জন সদস্য অংশগ্রহণ করছে। প্রশিক্ষক হিসেবে আছেন প্রজেক্ট ম্যানেজার মো. সাদেকুল ইসলাম, ইপসা সিভিক প্রজেক্ট এর কো অর্ডিনেটর (ট্রেনিং) মো. নাজমুল বারাত রনি, মনিটরিং অফিসার বনরতœ তঞ্চংগা, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. জুবাইদ ও সাইফুল ইসলাম।
উদ্বোধনী দিনে পরিদর্শন করেন জাপানী নাগরিক মিনাকো হোসোডা, নারিকো নাকাহারা,হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, প্রোগ্রাম ডাইরেক্টর নুরুল আলম সাদেকী প্রমূখ।
প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যুব ক্লাবের সদস্যরা সমাজের ইতিবাচক পরিবর্তনে উগ্রবাদ ও সহিংসতাসহ যেকোন সামাজিক অসংগতির বিরুদ্ধে সমাজ কল্যাণমূলক সামাজিক উদ্যোগ গ্রহণ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।