বিশেষ প্রতিবেদক :
টেকনাফ জাহাজপুরা এলাকার ভূট্টো বাহিনীর অত্যাচারে সাধারণ লোকজন থেকে শুরু করে ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছে।
ক্ষুদ্র দোকানদার, মাছ ব্যবসায়ী এমনকি প্রবাসীরাও তার অত্যাচার নির্যাতন থেকে রেহায় পাচ্ছেনা। তার বাহিনীর চাহিদামত চাদা দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করতে হয়, প্রবাসীকে দালান কোঠা নির্মাণ করতে হয়।
এদিকে তার চাহিদামত চাদা না দেয়ায় ১৮ ফেব্রুয়ারি উখিয়ার রুমখাপালং এলাকার ব্যবসায়ীদের উপর বর্বর নির্যাতন চালিয়েছে ভূট্টো বাহিনী।
ব্যবসায়ীরা সংখ্যালঘু জেনেই ভূট্টো বাহিনী তাদের কাছে লাখ টাকা চাদা দাবী করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এতো টাকা তাদের পক্ষে দেয়া সম্ভব নয় জানালে ভূট্টোর নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী তাদের উপর ঝাপিয়ে পড়ে।
মাছ ব্যবসায়ী টুনু বড়ুয়া জানান, কোন কিছু বুঝে উঠার আগেই ভূট্টোর নেতৃত্বে লাল মিয়া, নুরুল ইসলাম, ক্মাল, জামাল, বদি আলম, আব্দুল আমিন, মাহামুদুল্লাহসহ অন্যান্য সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি মারধর করে নগদ ২ লাখ টাকা ও ৩লাখ টাকার মাছ লুট করে নেয়।
ওই সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে জাহাজপুরা মুখি না হওয়ার জন্যও হুমকি দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। ঘটনার আকর্ষিকতায় আতংকিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।