সোয়েব সাঈদ,রামু:
কক্সবাজারের রামুতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। হতাহত ৩জনই মোটর সাইকেল আরোহী।
১৮ ফেব্রুয়ারি সকাল পৌনে বারটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান লাটি মৌলভীর টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম (২২) কক্সবাজার সিটি কলেজের এইচএসসি বাণিজ্য শাখার পরীক্ষার্থী। সে কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার আবদুল হাকিমের ছেলে। আহতদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার মোস্তফার ছেলে জসিম উদ্দিন মুন্নার (২৪) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল ঝূঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সটকে পড়ে। এসময় ঘটনাস্থলে গাড়িটির চালক প্রাণ হারান। আহত অপর দুই আরোহীকে মূমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
নিহত মো. সেলিমের বন্ধু নুর হোসেন জানিয়েছেন, হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে আসায় এ দূর্ঘটনা ঘটেছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান জানিয়েছেন, হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে দূর্ঘটনার বিষয়টি সত্য নয়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের উদ্দেশ্যে এসব কথা বলা হচ্ছে।