নীতিশ বড়ুয়া :
কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জেলা সদর হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহষ্পতিবার (১৯ মার্চ) বিকালে হাসপাতাল পরিদর্শনকালে এমপি কমল বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে এ ভাইরাস সংক্রমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, মরণঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। এ প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের রামু হাসপাতালের নবনির্মিত ৫০ শয্যার ভবনকে আইসোলেশন ও কোয়েরেন্টাইন ইউনিট করা হয়েছে। কক্সবাজারে বসবাসরত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত বা সনাক্ত হলেই, রামু স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে আইসোলেশন ও কোয়েরেন্টাইন ইউনিট, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, চিকিৎসা সামগ্রী ও মাস্ক-পিপিই মজুদ রাখা হয়েছে। রামু হাসপাতালে আইসোলেশন কমিটি, জরুরী রেসপন্স টীম এবং কন্ট্রোল রুম সর্বদা প্রস্তুত রয়েছে। এমপি কমল মহান আল্লাহর দরবারে কক্সবাজার-রামুসহ দেশবাসীর সু-স্বাস্থ্য কামনা করেন সকলকে নিয়মিত মুখ-হাত ধোয়া অভ্যাস করতে আহবান জানান এবং বিদেশ থেকে যারা আসবেন, তাদের বিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বৃহষ্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পৌঁছলে হাসপাতালের কর্মকর্তারা তাকে স্বাগতম জানান। এমপি কমল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি রোগেীদের খবরা-খবর নেন। পরে তিনি হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকাল সাড়ে ৪ টায় এমপি কমল রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়াসহ কর্মকর্তারা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। এমপি কমল হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও হাসপাতালে ভর্তি রোগেীদের খোঁজ খবর নেন। পরে সাইমুম সরওয়ার কমল এমপি রামু হাসপাতালে নবনির্মিত ৫০ শয্যার ভবনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা প্রদানে প্রস্তুত করা আইসোলেশন ও কোয়েরেন্টাইন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।