সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সরকারি মোটর সাইকেল উক্ত অফিসের কর্মচারির বাসা থেকে রহস্যজনক ভাবে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মোটর সাইকেলটি পি.আই.ও অফিসের মাষ্টারুলের কর্মচারি পশ্চিম মেরুংলোয়ার নুমান এরশাদের বাড়ি থেকে চুরি হয়ে যায় বলে অফিস সূত্রে জানা গেছে।
রামুর পশ্চিম মেরুংলোয়ায় নুরুল হোসনের পুত্র নুমান দীর্ঘ দিন যাবৎ রামু পিআইও অফিসে মাষ্টার রুলের চাকুরে হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। উক্ত অফিসের কর্মকর্তার ব্যবহৃত সরকারি মোটর সাইকেলটি নুমান ব্যবহার করে এবং প্রতি রাতে বাড়িতে নিয়ে যায়। ঘটনার দিন রাতে মোটর সাইকেলটি নুমানের বাড়ি থেকে চুরি হয়ে যায় বলে নুমান দাবী করেন।
সরকারি গাড়ি নিজের বাড়িতে রাখার নিয়ম না থাকলেও নুমান নিজ বাড়িতে গাড়িটি নিয়ে যাওয়ার ঘটনাকে অনেকে রহস্যজনক মনে করছেন।