আঃ রামু ডেস্কঃ
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং নিবাসী প্রয়াত মাষ্টার ক্ষেমানন্দ বড়ুয়ার উদ্দেশে সংঘদান, অষ্টপরিষ্কারদান, বুদ্ধমূর্তি দান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উক্ত দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে পদকে ভূষিত উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন উখিয়া পাতাবাড়ি আনন্দভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রেবতপ্রিয় মহাথের।
সভায় ধর্মদেশনা দান করেন উখিয়া রুমখা মৈত্রী বিহারাধ্যক্ষ ভদন্ত এস ধর্মপাল মহাথের, চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাথের, বাঁশখালী শীলকুপ ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাথের, উপাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাথের প্রমূখ।
সূচনা বক্তব্য রাখেন রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসেন থের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াতের পুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দ বড়ুয়া।
উল্লেখ্য, ক্ষেমানন্দ বড়ুয়া ১৯০৫ সালে উখিয়া উপজেলার কুতুপালং গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি এই অঞ্চলের সর্বপ্রথম উচ্চ ডিগ্রি ব্যক্তি। তাঁর এই কৃতিত্বের জন্য তৎকালীন কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে স্বর্ণ পদকে ভূষিত করেন।
তিনি ১৯৬৬ সালে মারা যান।