খালেদ শহীদ, রামুঃ
বিশ্ব দূর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে চলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। বুধবার ( ৮ এপ্রিল) করোনার দূর্যোগ পরিস্থিতিতে রামু উপজেলার হাট-বাজার সমূহের কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় তিনি ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান।
বুধবার সকাল ১১ টায় ইউএনও প্রণয় চাকমা’র সভাপতিত্বে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভায় রামু উপজেলার হাট-বাজার গুলোতে জনসমাগম না করা, সন্ধ্যা ৭ টার পরে থেকে ঔষধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখা, সরকারি সিদ্ধান্তের আলোকে পবিত্র শবে বরাতের ইবাদতের নামাজ বাড়িতে পড়া, শবে বরাতে গরু জবাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রামু সেনানিবাসের টহল কমান্ডার মেজর আফজল, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন বক্তব্য রাখেন।
এতে রামুর বিভিন্ন হাট-বাজার কমিটির পরিচালনা কমিটি, রামু কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।