খালেদ শহীদ, রামুঃ
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, সচেতনতার মাধ্যমেই করোনামুক্ত থাকা সম্ভব। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। পরিবারকে নিরাপদে রাখুন। আমাদের সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। দেশে চলমান করোনা পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মীকে দূর্যোগ সময়ে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে রামুতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা ওই বিশেষ সভায় সভাপতিত্ব করেন।
সভায় করোনা সংক্রমন প্রতিরোধে বহিরাগত লোকজনের প্রবেশ ঠেকানো, সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন-আইসোলেশন নিশ্চিত করা, হাট-বাজার, গ্রামীন দোকান-পাটে জনসমাগম বন্ধ করা এবং মসজিদে প্রতি ওয়াক্তের নামাজে পাঁচজন ও শুক্রবারের জুমা’র নামাজে ১০ জনের অধিক মুসল্লী অংশ না নিতে অনুরোধ করা হয়। এ ছাড়া কর্মহীন ও অস্বচ্ছল পরিবারকে পরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ, সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা এবং অপরাধ কর্মকান্ড নির্মূলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত বিশেষ সভায় আলোচনায় অংশ নেন, রামু ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল শফিক, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায়, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুচ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স, এনএসআই প্রতিনিধি আবু হানিফ, রামু রিপোর্টাস ইউনিটি’র সাবেক সভাপতি সোয়েব সাঈদ প্রমুখ।