অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় জুমার নামাজে জনসমাগম করায় ছয়টি মসজিদ কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে চকরিয়া সদরসহ উপজেলার বিভিন্ন এলাকার এ মসজিদগুলোর কর্তৃপক্ষকে জরিমানা করা হয় বলে জানান কক্সবাজার জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।
তবে মসজিদ কর্তৃপক্ষগুলোকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হলেও এ ধর্মীয় অনুভূতি নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে আশঙ্কায় প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শাহজাহান আলী বলেন, “শুক্রবার দুপুরে চকরিয়ার বিভিন্ন মসজিদে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে জুমার নামাজ আদায়ের খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
“এ সময় অভিযুক্ত ছয়টি মসজিদের কর্তৃপক্ষর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করে। পরে মসজিদগুলোর কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। “
শাহজাহান জানান, মূলত সব ধরণের ধর্মীয় প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা জানাতে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
সূত্রঃ বিডিনিউজ