আমাদের রামু রিপোর্টঃ
কক্সবাজার জেলার ৪ টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ৪ টি আধুনিক মডেলের জীপ বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলা সমুহ হলো কক্সবাজার সদর, রামু, মহেশখালী ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ চারটি গাড়ি বরাদ্দ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি ব্যবস্থাপনা-১ এর উপসচিব মোঃ আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক পত্রে কক্সবাজারের ৪ টি উপজেলা সহ দেশের ২৮০ টি উপজেলায় এ আধুনিক মডেলের জীপ গাড়িসমুহ বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (CBHC) প্রকল্পের অধীন ২০১৯-২০২০ অর্থ বছরের তহবিল থেকে ২৮০টি আধুনিক মডেলের জীপ গাড়ি প্রদান করা হয়।
কর্মজীবনে উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নতুন গাড়ি বরাদ্দ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া আমাদের রামু ডটকম কে জানান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে প্রতিনিয়ত উপজেলার নানান প্রান্তে ছুটতে হয়। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মিটিং এ যথাসময়ে অংশগ্রহণ করতে হয়। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানুষের প্রয়োজনে কখন কোথায় ছুটতে হয় এর কোনো ঠিক নেই। এসময় সাথে একটি বিশেষ গাড়ি থাকলে দ্রুত কাজ করা যায়। এখন সরকারিভাবে একটি গাড়ি বরাদ্দ পাওয়ায় এ সমস্যা আর থাকল না। আমি সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।