খালেদ শহীদ, রামুঃ
রামুতে বাঁকখালী নদীতে ডুবে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রামুতে নির্মাণাধীন চাকমারকুল-রাজারকুল ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতুর পাশে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ সময় নদীর দুই তীরে হাজারো উৎসুক মানুষ ভীড় জমে উঠেছে।
নিখোঁজ স্কুল ইমন (১৩) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার জসিম উদ্দিনের ছেলে।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রটিকে উদ্ধারে রামু ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, শিশুটির হদিস পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে।