আন্তর্জাতিক ডেস্কঃ
করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব ব্যবস্থায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে।
বুধবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। তার আশঙ্কা, দরিদ্রদের জন্য খাদ্যের ব্যবস্থা করা না গেলে বিশ্বে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।
সাক্ষাৎকারে বেসলে আরও বলেন, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত ১০ কোটি মানুষের মুখে খাবার তুলে দেয় বিশ্ব খাদ্য সংস্থা। করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনীতি থমকে গেছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ বিশ্ব খাদ্য সংস্থাকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। এতে বিপর্যয় আরও বেড়ে যাবে। এমন হলে তার আশঙ্কা, তিন মাসের বেশি সময় ধরে দিনে অন্তত তিন লাখ গরিব মানুষের মৃত্যু হবে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে কভিড-১৯-এর সংক্রমণে যত মানুষ মারা যাবে, তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হবে ক্ষুধায়।
এ পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি।
সূত্রঃ সমকাল