অনলাইন ডেস্কঃ
রামু উপজেলার অসহায় হিজড়াদের মানবিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রামুতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম অবহেলিত অসহায় ১৭ জন হিজড়া পেলেন এই মানবিক সহায়তা।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ) রামু সরকারি খিজারী উচ্চ বিদ্যালয়ের শেখ হাসিনা ভবনের সামনে ১৭ জন হিজড়াদের খবর দিয়ে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা তাদের হাতে মানবিক সহায়তা স্বরুপ খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রী প্রদানকালে প্রণয় চাকমা তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। করোনা থেকে বাচঁতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। খাবারের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ঘরে খাবার পৌঁছে দেবো।