উখিয়া প্রতিনিধি:
উচ্চতর শিক্ষা বিস্তারে বলিষ্ট ভূমিকা রাখায় দক্ষিণ কক্সবাজারের প্রাচীন বিদ্যাপীঠ উখিয়া কলেজের অধ্যক্ষ এম. ফজলুল করিম কে “জাতীয় পদক” দিয়ে সম্মানীত করেছেন ঢাকা ভিত্তিক “কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ”।
২৭ জুলাই পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হল, শাহবাগ, ঢাকায় দিনব্যাপী “জাতীয় সাহিত্য উৎসব-২০১৬” ও সম্মাননা অনুষ্ঠানে তঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য, সচিব, আইনজীবি ও দেশ বরেণ্য কবি সাহিত্যিক বৃন্দ উপস্থিত ছিলেন।