হাফিজুল ইসলাম চৌধুরী :
করোনা সংকটে কক্সবাজারের রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়ার গরীব-দুঃখী, অসহায় আর ছিন্নমূল মানুষের ভালবাসায় তাদের পাশে দাঁড়িয়েছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কক্সবাজারের সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের সদস্যরা নিজেদের বেতনের টাকায় গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের অসহায়দের তালিকা তৈরী করে গত রোববার দুপুরে ১নং গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে অর্ধশত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান, উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, উপপরিদর্শক (এসআই) মাহবুব, সহকারি উপপরিদর্শক (এএসআই) মোনজুর এলাহী, সহকারি উপপরিদর্শক (এএসআই) মোরাদ হোসেন সিকদার, গর্জনিয়া ইউনিয়ন বীট পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণকালে (COVID-19) সংক্রান্তে বিস্তারিত বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো. আনিছুর রহমান। সঙ্কটময় মুহুর্তে পুলিশের এমন সহায়তা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।