অনলাইন ডেস্কঃ
দেশের সবশেষ জেলা হিসেবে রাঙামাটিতে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের একজন নয় মাস বয়সী শিশু।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস ইনচার্জ মোস্তফা কামাল জানান, বুধবার চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এই জেলায় চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে দেশের সব জেলায় করোনাভাইরাস শনাক্ত হলেও রাঙামাটিতে কারও দেহে এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।
রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানিয়েছেন, “আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৯ এপ্রিল, আজ ফলাফল জানলাম। এদের একজন রিজার্ভবাজার, একজন দেবাশীষ নগর এবং দুইজন সদর হাসপাতাল এলাকার।”
বুধবার চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে নিশ্চিত করেন তিনি।
সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোস্তফা কামাল আরও জানান, আক্রান্তদের মধ্যে এক শিশুর বয়স ৯ মাস; তার পিরিবার থাকে রিজার্ভবাজার। এরকজন হলেন রাঙামাটি সদর হাসপাতালের সেবিকা। অপর দুজন হলেন মধ্য বয়সী পুরুষ।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, “আক্রান্ত এলাকাগুলো লকডাউন করা হবে এবং যেহেতু ২৯ তারিখ তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনা আজ আবার সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।”
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ১১ হাজার ৭১৯
সূত্রঃ বিডিনিউজ