অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামে বসবাসরত শ্রীলঙ্কার একজন নাগরিক কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।
বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন।
শ্রীলঙ্কার ওই নাগরিক চট্টগ্রামের খুলশী এলাকায় থাকেন বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের একজন কর্মকর্তা জানান, ৪৬ বছর বয়সী এই শ্রীলঙ্কান চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি খুলশীতে বাসায় আছেন।
বাংলাদেশে এই প্রথম কোনো বিদেশি নাগরিকের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
বুধবার সিভাসুর ল্যাবে করা ১২২টি নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কান এই নাগরিকসহ ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এদের মধ্যে দুই পুলিশ ও তিন কোস্টগার্ড সদস্যসহ চট্টগ্রাম জেলার ১৪ জন।
বাকিদের মধ্যে চারজন রাঙামাটির, নোয়াখালীর দুই জন এবং লক্ষ্মীপুর ও ফেনীর একজন করে রয়েছে বলে সিভিল সার্জন জানান।
তিনি বলেন, চট্টগ্রাম জেলার ১৪ জনের মধ্যে একজন পুরাতন রোগী। বাকিদের মধ্যে বাশঁখালী উপজেলার দুইজন, সাতকানিয়া, হাটহাজারি, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের একজন করে রয়েছে।
এছাড়া বিআইটিআইডি ও ফিল্ড হাসপাতালের একজন করে রয়েছেন বলে জানান সিভিল সার্জন ফজলে রাব্বি।
চট্টগ্রামের বিআইটিআইড ও সিভাসুর ল্যাবে করা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৪ জনে।
সূত্রঃ বিডিনিউজ